ইরানে বিক্ষোভকারী নারীর সঙ্গে পুলিশের অশালীন আচরণ

author-image
Harmeet
New Update
ইরানে বিক্ষোভকারী নারীর সঙ্গে পুলিশের অশালীন আচরণ

নিজস্ব সংবাদদাতাঃ ইরানের ভিডিওতে এক নারী বিক্ষোভকারীকে গ্রেপ্তারের চেষ্টার সময় পুলিশকে যৌন নিপীড়ন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা এনিয়ে ক্ষোভ জানাচ্ছেন। অনেকে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন। পুলিশ প্রধানের পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। সরকারপন্থীদের কেউ কেউ এ ঘটনায় নিন্দা জানাচ্ছেন। ইরানের ভেতরে ও বাইরে বিক্ষোভের অসংখ্য ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ভিডিওটি করা হয়েছে তেহরানের আর্জেন্টিনা স্কোয়ার থেকে। ওই ভিডিওতে দেখা গেছে, বুলেটরোধী পোশাক ও হেলমেট পরা একদল নিরাপত্তা কর্মকর্তা প্রধান সড়কে এক নারীকে ঘিরে রেখেছেন। 



এরপর দেখা যায়, ওই কর্মকর্তাদের একজন ওই নারীর ঘাড় চেপে ধরে পুলিশ সদস্যদের ভিড়ের মধ্যে টেনে নিয়ে যাচ্ছেন। সেখানে প্রায় ২৪ জন পুলিশ ছিলেন। তাঁদের বেশির ভাগই মোটর সাইকেলে ছিলেন। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে যখন টেনে একটি বাইকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কর্মকর্তাদের একজন পেছন থেকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করছেন। এরপর ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। তখন আরও কিছু পুলিশ কর্মকর্তা চারপাশ থেকে তাঁকে ঘিরে ধরেন।