এবার মানিক ঘনিষ্ঠ টিচার্স ট্রেনিং সেন্টারে হানা ED-র

author-image
Harmeet
New Update
এবার মানিক ঘনিষ্ঠ টিচার্স ট্রেনিং সেন্টারে হানা ED-র


নিজস্ব সংবাদদাতাঃ
টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে শনিবার হানা দিল ইডি। এদিন সেন্টারের তালা ভেঙে ভেতরে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। 







মহিষবাথানের অফিসের দেওয়ালে একাধিক ছবি মিলেছে। সেই ছবি খতিয়ে দেখছেন আধিকারিকরা। সেইসঙ্গে কারা কারা এই ট্রেনিং সেন্টারে আসতেন? তা জানতে হাজিরা খাতা খতিয়ে দেখছেন আধিকারিকরা। সেইসঙ্গে বাড়ির মালিককে বসিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডির অফিসাররা।