বান্দিপোরা-সোপোর হাইওয়ে থেকে উদ্ধার ১৫ কেজি আইইডি

author-image
Harmeet
New Update
বান্দিপোরা-সোপোর হাইওয়ে থেকে উদ্ধার ১৫ কেজি আইইডি

নিজস্ব সংবাদদাতাঃ  কাশ্মীরের দ্রুত উন্নতির পরিস্থিতি সন্ত্রাসবাদী সংগঠনগুলোর পক্ষে ভাল যাচ্ছে না। সন্ত্রাসবাদী সংগঠনগুলো উপত্যকায় সন্ত্রাসবাদকে বাঁচিয়ে রাখার জন্য জনগণের মধ্যে তাদের ভয় বজায় রাখার উদ্দেশ্যে বড় হামলার পরিকল্পনা করছে। কিন্তু আমাদের সতর্ক সৈন্যরা সন্ত্রাসীদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে। কাশ্মীরে আরও একবার পুলওয়ামার পুনরাবৃত্তি ঘটানোর যে পরিকল্পনা সন্ত্রাসবাদীদের ছিল, তা নিরাপত্তা বাহিনী সতর্কতার সাথে ব্যর্থ করে দিয়েছে। নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষকে টার্গেট করার জন্য, সন্ত্রাসীরা বান্দিপোরা-সোপোর মহাসড়কে ১৫ কেজি আইইডি স্থাপন করেছিল, যা নিরাপত্তা বাহিনী সময়মতো সনাক্ত করে নিষ্কিয় দেয়। 


পুলিশ জানিয়েছে, হাইওয়ের পাশে আইইডি লাগানো হয়েছিল। সন্ত্রাসবাদীরা যদি তাদের ষড়যন্ত্রে সফল হত, তা হলে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও অনেক ক্ষতি হত। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে নিরাপদে আইইডি ধ্বংস করার চেষ্টা করছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার আস্তাঙ্গু এলাকায় প্রায় ১৫-১৬ কেজি ওজনের এই আইইডি দুটি গ্যাস সিলিন্ডারসহ স্থাপন করা হয়েছিল।