New Update
/anm-bengali/media/post_banners/QQxmezN1jtiECKt5gQ70.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একটি মাত্র গোলে হয়েছে ম্যাচের ভাগ্য নির্ধারন। সেই গোলটিও বিস্ময়কর। ২৪ মিনিটে আর্সেনালের বুকায়ো সাকা যে গোলটি করেছেন না গোলটি কোনোভাবে হয়ে গিয়েছে, সেটা এখনও একটা প্রশ্ন। নরওয়ের বিরুদ্ধে গোল করার একাধিক সুযোগ পেয়েছিল আর্সেনাল। সাকার ওই একটি সুযোগ ছাড়া আর কোনটাই কাজে লাগাতে পারেনি তারা। অ্যালবার্ট সাম্বি লোকোঙ্গার সঙ্গে ওয়ান-টু খেলছিলেন সাকা। প্রবেশ করেছিলেন প্রতিপক্ষের বক্সে। এরপরই গোলের মুহূর্ত।
⚡️ A goal to the good as we reach the half
🙌 Come on you Gunners! pic.twitter.com/lZqVwt4Uki— Arsenal (@Arsenal) October 13, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us