New Update
/anm-bengali/media/post_banners/vlytpCnEdGHz4yyOEXxc.jpg)
নিজস্ব প্রতিনিধি-মোট নয় দফা দাবি আদায়ের লক্ষে ত্রিপুরা সরকারকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে ত্রিপুরার আত্মসমর্পণকারী বৈরীদের মধ্যে চারটি সংগঠন।আজ এক সাংবাদিক সম্মেলনে একথা তুলে ধরেন এই গোষ্ঠীর সদস্যরা।তারা জানায় দাবি পূরণ না হলে কঠোর সিধান্ত নেবে তারা সেই সঙ্গে আগামী ৫ই নভেম্বর ত্রিপুরার চম্পকনগর চন্দ্রসাধু পাড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করবে বলেও হুমকি দেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us