New Update
/anm-bengali/media/post_banners/ljAqFfxYMn7z28xWzKjM.jpg)
নিজস্ব প্রতিনিধি-সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স রয়েছে বিশাল সংখ্যক, তার মাঝেই ফের ভক্তদের মন কাড়লেন অভিনেত্রী শেহনাজ গিল, এবারে শ্রেয়া ঘোষালের গাওয়া একটি গান তার নিজের গলায় গেয়ে এক ভিডিও শেয়ার করেছেন তিনি।
গানটি বেশ জনপ্রিয় গান 'হামারি আধুরি কাহানি' (২০১৫) থেকে 'হাসি'। এর ভিডিওটি ইতিমধ্যে অভিনেত্রীর ভক্তদের কাছ থেকে এক টন ভালবাসা পেয়েছে।গানটি লিখেছেন কুণাল ভার্মা।আসল মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন বিদ্যা বালান ও ইমরান হাশমি। শ্রেয়া ঘোষালের গান গাওয়ার সময় তাকে মেকআপ ছাড়া বাদামী টপ এবং নীল জিন্স পরা অবস্থায় দেখা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us