New Update
/anm-bengali/media/post_banners/9tuH58P4xRjl4DzLNeN1.jpg)
​
নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের আবহে পাহাড়ের টানে গিয়েছিলেন একাধিক পর্যটক। যদিও ধসের কারণে আটকে পড়েন শয়ে শয়ে মানুষ। যদিও আতঙ্কের মাঝেই সিকিম থেকে প্রায় ৫৫০ জন পর্যটককে উদ্ধার করা হল বলে খবর। ভারতীয় সেনাবাহিনী উত্তর সিকিমের লাচুং-এ ভূমিধসের কারণে আটকে পড়া মহিলা ও শিশুসহ ৫৫০ জন পর্যটককে উদ্ধার করেছে বলে এক প্রতিরক্ষা পিআরও জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, "লাচুং-এর সেনা ক্যাম্পটি বেসামরিক প্রশাসনের অনুরোধে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, যাতে ভারী বৃষ্টিপাত ও হিমশীতল তাপমাত্রার সাথে খারাপ আবহাওয়ায় আটকে পড়া পর্যটক ও স্থানীয়দের সর্বাত্মক সহায়তা প্রদান করা হয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us