শিয়ালদা উড়ালপুলের নীচে পুলিশ কর্মীকে কোপ, গ্রেফতার মাদকাসক্ত যুবক

author-image
New Update
শিয়ালদা উড়ালপুলের নীচে পুলিশ কর্মীকে কোপ, গ্রেফতার মাদকাসক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি: শনিবার শিয়ালদা উড়ালপুলের নীচে কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে বচসা বাধে এক মাদকাসক্ত যুবকের। সেই যুবক চপারের কোপ মারে পুলিশ কর্মীকে। মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। গুরুতর আহত পুলিশকর্মী আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।