New Update
/anm-bengali/media/post_banners/R44qM9fHCTceqExI68Yp.jpg)
নিজস্ব প্রতিনিধি-টিম ইন্ডিয়ার ক্রিকেটার শুভমান গিল, যিনি একবার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে ডেট করছেন বলে গুঞ্জন ছিল,এবারে তার নাম জুড়েছে অন্য সারা তথা অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে।কয়েক মাস আগে, গিলকে বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে একটি ডিনার ডেট উপভোগ করতে দেখা গিয়েছিল, এবং তারপর থেকে, তাদের ডেটিং করার গুজব চারিদিকে ঘুড়ে বেড়াচ্ছে।
এবং সেই গুজব এখনও তাজা, 'কেদারনাথ' অভিনেত্রীকে আবারও সেই ক্রিকেটারের সঙ্গে দেখা গেছে, তাও এবার মুম্বইতে নয়, দিল্লিতে।দেখুন সেই ভাইরাল ভিডিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us