New Update
/anm-bengali/media/post_banners/ekch9gesSatTQ1uGo6Q6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি মরসুমেও গোলের মধ্যে রয়েছেন হ্যারি কেন। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি গোল করছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও। টটেনহ্যামের সম্প্রতিতম ইউসিএল-এর ম্যাচে গোল পেয়েছেন হ্যারি কেন। পেনাল্টি থেকে গোল করেছেন। সেই সঙ্গে চলতি মরসুমে স্পারদের হয়ে নয়টি গোল হয়ে গেল তাঁর। ফ্র্যাংফুটের বিরুদ্ধে ম্যাচটিতে টটেনহ্যাম জিতেছে। স্পারদের হয়ে সন আরও দুটি গোল করেছেন।
Goal number 9 of the season for our number 10 ✊ pic.twitter.com/41baccCkbl
— Tottenham Hotspur (@SpursOfficial) October 13, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us