পদকের রং নিয়ে আপস করতে রাজি নন লভলিনা

author-image
Harmeet
New Update
পদকের রং নিয়ে আপস করতে রাজি নন লভলিনা

নিজস্ব সংবাদদাতা : সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গেলেও, ২৩ বছর বয়সি লভলিনার চাই সোনাই। এমনটাই বলছেন তিনি।বক্সিংয়ে মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের চাইনিজ তাইপের নিয়েন চিন চেনকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেন লভলিনা। তার পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তাঁর বাড়ি আসামের গোলাঘাট জেলার বরোমুখিয়া গ্রাম থেকে শুরু করে গোটা ভারতবাসীর। ৪ অগস্ট সেমিফাইনালে লভলিনা নামবেন বিশ্ব চ্যাম্পিয়ন তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে। তবে সেই ম্যাচেই ব্রোঞ্জ পেয়ে টোকিও যাত্রা শেষ করতে নারাজ লভলিনা। তাঁর চাই সোনা। তিনি বলেন, “আমি জানি পুরো ভারতবর্ষ আমার জন্য প্রার্থনা করছে। আমি চাপ না নিয়ে যেমন নির্ভীকভাবে খেলছি সেটাই চালিয়ে যেতে চাই। আমি ব্রোঞ্জ নিশ্চিৎ করে সন্তুষ্ট থাকতে চাই না। আমি সোনার লক্ষ্য নিয়েই ঝাঁপাবো।”