ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

author-image
Harmeet
New Update
ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে উন্নত মাঝারি পাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল (এএমআরএএএম) সরবরাহ করবে যাতে দেশটিকে তার আকাশ রক্ষা করতে সহায়তা করতে পারে। এ সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু ও অবকাঠামোর ওপর বড় আকারের রুশ হামলার পর এ ঘোষণা দেওয়া হয়। ওয়ালেস এক বিবৃতিতে বলেন,  "আমি ইউক্রেনে এএমআরএএএম এন্টি-এয়ারক্রাফট মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছি। এই অস্ত্রগুলো ইউক্রেনকে তার আকাশ রক্ষা করতে এবং মার্কিন  এনএএসএএমএস-র পাশাপাশি তাদের সামগ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করতে সহায়তা করবে"।