আমাদের 5G সম্পূর্ণ দেশীয়, স্বতন্ত্র: নির্মলা সীতারামন

author-image
Harmeet
New Update
আমাদের 5G সম্পূর্ণ দেশীয়, স্বতন্ত্র: নির্মলা সীতারামন


নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে 5G ইন্টারনেট পরিষেবা উদ্বোধন করেছেন। এইবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 5G ইন্টারনেট পরিষেবাকে সম্পূর্ণ দেশীয় ও স্বতন্ত্র বলে জানিয়েছেন।

Why you aren't getting 5G on your phone | Mint

 তিনি বলেন, "আমাদের 5G সম্পূর্ণ দেশীয় এবং স্বতন্ত্র। কোরিয়ার মতো দেশগুলি থেকে কিছু সমালোচনামূলক অংশ আসতে পারে, তবে অবশ্যই অন্য কারও কাছ থেকে নয়"।