ভারত জোড়ো যাত্রা: জলের ট্যাঙ্কে উঠে জাতীয় পতাকা ওড়ালেন রাহুল গান্ধী- দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
ভারত জোড়ো যাত্রা: জলের ট্যাঙ্কে উঠে জাতীয় পতাকা ওড়ালেন রাহুল গান্ধী- দেখুন ভিডিও


নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 'ভারত জোড়ো যাত্রা' করছে কংগ্রেস। বর্তমানে কর্ণাটকে চলছে 'ভারত জোড়ো যাত্রা'। এবার 'ভারত জোড়ো যাত্রা' চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কর্ণাটকের চিত্রদুর্গা জেলায় জলের ট্যাঙ্কে উঠে জাতীয় পতাকা ওড়ান। 

If this Bharat Jodo Yatra is successful, we'll do one from Gujarat to  Arunachal, Congress says


এছাড়াও রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেসের কর্ণাটকের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারমিয়া।

Bharat Jodo Yatra is an audacious experiment at national renewal