​নিজস্ব সংবাদদাতাঃ ফের মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে এল ক্যানিং-এ। প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল ভাসুর ও গ্রামবাসীদের বিরুদ্ধে। গত বুধবারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে মহিলার স্বামীর মৃত্যু হয়। দুই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন বছর চল্লিশের মহিলা।
শ্বশুরবাড়ির পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবকের সঙ্গে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বুধবার জোর করে বিয়ে দিয়ে মহিলার মাথার চুল কেটে দেন ভাসুর ও গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।