New Update
/anm-bengali/media/post_banners/lZlRgF2aBsXrtRdGkymY.jpg)
নিজস্ব প্রতিনিধি-আগামী ২১শে অক্টোবর আগরতলা স্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে CPIM এর এক বিশাল সমাবেশ হতে চলেছে। সেখানে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
আজ এক সাংবাদিক সম্মেলন থেকে একথা জানালেন ত্রিপুরার CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।ত্রিপুরায় রাষ্টপতির আগমনকে নিয়ে কটাক্ষ করে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এও বলেন, “সাড়ে চার বছরে বিজেপি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রপতিকে দিয়ে একাধিক শিলান্যাস এর উদ্বোধন করিয়েছে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us