'বদনাম করার জন্য বিজেপি ষড়যন্ত্র করছে'

author-image
Harmeet
New Update
'বদনাম করার জন্য বিজেপি ষড়যন্ত্র করছে'

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক দুনিয়া। কে হবেন সভাপতি? মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর উঠছে প্রশ্ন। এদিকে কিছুটা হলেও এই দুই পদপ্রার্থীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এসেছে। এ বিষয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'আমি প্রতিনিধিদের প্রার্থী। নেতা,-প্রতিনিধিরা মিলে আমাকে প্রার্থী করেছেন... গান্ধী পরিবারের নাম টেনে আনা, আমি মনে করি, তাদের বদনাম করার জন্য বিজেপি ষড়যন্ত্র করছে এবং কিছু লোক এটিকে উত্সাহিত করছে। আমি এর নিন্দা জানাই। তারা বলেছে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।'