নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন বলেছে যে তার বাহিনী খেরসনের দক্ষিণ অঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। এবং দক্ষিণ-পশ্চিমের আরও পাঁচটি গ্রামকে মুক্ত করেছে। খেরসন অঞ্চলের প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ বলেন, "ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলে আরও ৫টি বসতি মুক্ত করেছে। ৫ টি বসতি হল- নভোভাসিলিভকা, নোভোহরিহোরিভকা, নোভা কামিনকা, ট্রাইফোনিভকা, চের্ভোন।​