ইউক্রেনের পাশে থাকার বার্তা কানাডার

author-image
Harmeet
New Update
ইউক্রেনের পাশে থাকার বার্তা কানাডার


নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর নতুন করে হামলার মাত্রা বহুগুন বৃদ্ধি করেছে রাশিয়া। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে এবার ইউক্রেনের পাশে থাকার বার্তা দিল কানাডা। 

Russia-Ukraine war latest: what we know on day 231 of the invasion | World  news | The Guardian

কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ ইউক্রেনকে সমর্থন করার জন্য দেশটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, " ইউক্রেনকে সমর্থন করার জন্য কানাডা যা যা করা দরকার করবে"।

Moscow targets Kyiv site symbolising Russia-Ukraine friendship: Report |  World News - Hindustan Times