হামলা চলছে ইউক্রেনে, ওরিখিভ শহরে ৩০০ টিরও বেশি শেল আঘাত হেনেছে

author-image
Harmeet
New Update
হামলা চলছে ইউক্রেনে, ওরিখিভ শহরে ৩০০ টিরও বেশি শেল আঘাত হেনেছে


নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, রাশিয়া ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনে। 


হামলার ফলে বিদ্ধস্ত ইউক্রেনের ওরিখিভ শহর। ওরিখিভের ডেপুটি হেড স্বিতলানা মান্দ্রিচ জানিয়েছেন, বুধবার এই শহরে মোট ৩২৪ টি শেল আঘাত হেনেছে।

UN, G7 decry Russian attack on Ukraine as possible war crime | AP News