ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরবরাহ করবে ফ্রান্স

author-image
Harmeet
New Update
ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরবরাহ করবে ফ্রান্স


নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ফের ভয়াবহ আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহ করবে। 

Russia-Ukraine war: List of key events, day 229 | Russia-Ukraine war News |  Al Jazeera

রাশিয়ার তরফে কর্মগত চালিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই সাহায্য বলে জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

Ukraine Under Attack: Images From the Russian Invasion - The New York Times