/anm-bengali/media/post_banners/C9QOtdGYfPmpTP92CIYP.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লক্ষ্যভেদ কর্মসূচীর দ্বিতীয় অধ্যায় চালু হল। বুধবার ঝাড়গ্রাম শহরের ডিএম হলে লক্ষ্যভেদ কর্মসূচির দ্বিতীয় অধ্যায়ের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রামের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন সহ পুলিশের আধিকারিকগণ এবং ছাত্রছাত্রীরা।
বিভিন্ন চাকরির প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের লেখাপড়ার গাইড দিয়ে তাদের লক্ষ্যকে স্থির করে লক্ষ্যে পৌঁছনোর জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগ। লক্ষ্যভেদ কর্মসূচির দ্বিতীয় অধ্যায়ের সূচনা করে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, "২০১৯ সালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছিল। করোনা পরিস্থিতির জন্য মাঝে দু'বছর বন্ধ ছিল। তাই পুনরায় লক্ষ্যভেদ কর্মসূচি ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু করা হয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে ৫০ জন ছাত্রছাত্রীর চাকরির পড়াশোনার প্রস্তুতি নেওয়ার জন্য ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানায় ৩০ জন করে ছাত্রছাত্রীকে চাকরির প্রস্তুতি পরীক্ষার জন্য পড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন"।
এর আগে যারা লক্ষ্যভেদ কর্মসূচীর মাধ্যমে চাকরির পরীক্ষার জন্য পুলিশের কাছে পড়াশোনা করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের চাকরি হয়েছে বলে তিনি জানান। এর ফলে চাকরির পরীক্ষার জন্য বসা ছাত্রছাত্রীরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান। সেই সঙ্গে তিনি বলেন, "সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে"। পুলিশের এই উদ্যোগে খুশি বিভিন্ন চাকরির পরীক্ষায় বসা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us