পাশ-ফেল চালুর দাবিতে ২৯ বছর ধরে বৃত্তি পরীক্ষা

author-image
Harmeet
New Update
পাশ-ফেল চালুর দাবিতে ২৯ বছর ধরে বৃত্তি পরীক্ষা







দিগ্বিজয় মাহালী: ইংরেজি ও পাশ-ফেল চালুর দাবিতে ১৯৯২ সাল থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা শুরু। পরবর্তীতে ইংরেজি ফিরলেও এখনও ফেরেনি পাশ-ফেল। করোনা পরিস্থিতিতে গত দু'বছর পরীক্ষা হয়নি। এবছর ফের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার সর্বত্র শুরু হল বুধবার। ২৯ বছর ধরে চলা বৃত্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে পর্ষদের পক্ষ থেকে। প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। পরীক্ষা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলায় ১৯২ টি পরীক্ষার সেন্টার হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৩ হাজার। সংস্থার জেলা সম্পাদক হারাধন সিং বলেন, "প্রাথমিক স্তরে পাশ-ফেল এবং ইংরেজি চালুর দাবিতে বিগত সরকারের আমলে যে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের চাপে প্রাথমিকে ইংরেজি ফিরে এলেও পাশ-ফেল প্রথা এখনও চালু হয়নি। পাশ-ফেল প্রথা চালু এবং সেন্টার পরীক্ষা চালুর দাবিতে এই পরীক্ষা চলছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য সকল অভিভাবক-অভিভাবিকা এবং শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানাচ্ছি । সেইসঙ্গে আগামী দিনের শিক্ষা আন্দোলনের পাশে থাকার আহ্বান জানাচ্ছি"।