New Update
/anm-bengali/media/post_banners/qnZYlFgR1HU83Lyb1QL6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে হেরে গিয়েছে এটিকে মোহন বাগান। প্রথম গোল করে ম্যাচে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হয়নি মানরক্ষা। এবার রবিবারের ম্যাচের দিকে ফোকাস করছে এটিকে মোহন বাগান। আগামী রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বাগানের ম্যাচ রয়েছে। অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পাওয়াই এখন দলের লক্ষ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে উত্তাপ বেড়েছে সমর্থকদের মধ্যে।
Focus turns to Sunday.#ATKMohunBagan#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/iBgsuSItgs
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us