New Update
/anm-bengali/media/post_banners/n2I5VZJa3tjyFp0hPUKY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এইচে রয়েছে একাধিক হেভিওয়েট দল। এরই মধ্যে ঘটেছে অঘটন। হাইফার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে জুভেন্তাস। অন্য দিকে জিততে পারেনি প্যারিস সেন্ট জার্মেইন। বেনফিকার বিরুদ্ধে স্কোরলাইন ১-১। এই অবস্থায় গ্রুপ এইচের এক নম্বরে রয়েছে পিএসজি, তাদের প্রাপ্ত পয়েন্ট ৮। বেনফিকারও প্রাপ্ত পয়েন্ট ৮। এরপর রয়েছে যথাক্রমে জুভেন্তাস (৩ পয়েন্ট) এবং হাইফা (৩ পয়েন্ট)।
Still all to play for in Group H 👊#UCLpic.twitter.com/qouP7l9KvK
— UEFA Champions League (@ChampionsLeague) October 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us