New Update
/anm-bengali/media/post_banners/sj9D2tlwoYXYnzGeugrl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মাঠে নামার জন্য এখনও ফিট নন লিওনেল মেসি। তাই তাঁকে ছাড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে মাঠে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেইন। এমবাপে, নেইমারদের মতো তারকা থাকলেও পিএসজি জিততে পারেনি। ১-১ হয়েছে পিএসজি বনাম বেনফিকা ম্যাচ। পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন এমবাপে। বিরতির পর পেনাল্টি থেকেই সমতায় ফেরে বেনফিকা।
🔝🏆 @KMbappe has been named Man of the Match from tonight's game! #PSGSLB 🔴🔵 pic.twitter.com/LyAhntHv69
— Paris Saint-Germain (@PSG_English) October 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us