New Update
/anm-bengali/media/post_banners/JEkSCnl7zQwzjFSlBP9o.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টমাস টুচেলকে সরানোর পর থেকে ফর্মে ফিরেছে চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে সহজে জয় পেয়েছে দ্যা ব্লুজ। ম্যাচ শুরু হওয়ার ১৮ মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ইন্টার ফুটবলার ফিকায়ো তোমরি। দশজনের প্রতিপক্ষের বিরুদ্ধে অনেকটা সুবিধা পেয়ে গিয়েছিল চেলসি। ২১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন জোরগিনহো। ৩৪ মিনিটে ম্যাচের জয়সূচক গোল আবেমায়াং-এর।
A job well done! 👊@WhaleFinApp | #UCLpic.twitter.com/nKlvcZybsM
— Chelsea FC (@ChelseaFC) October 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us