​নিজস্ব সংবাদদাতাঃ রাতের খাবারের পর যদি পর্যাপ্ত ঘুম হয়, তাহলে একজন মানুষের পেট বেশ অনেক ঘণ্টা খালি থাকে। এই খালি পেটে ঘুম থেকে উঠেই চা খেলে আলসারের সমস্যা দেখা দিতে পারে। শুধুমাত্র আলসার নয়, অ্যাসিডিটি বা অম্বলের সমস্যাতেও ভুগতে পারেন আপনি।