সোনিয়া গান্ধীর সমর্থনকে গুজব বলে ওড়ালেন মল্লিকার্জুন খাড়গে

author-image
Harmeet
New Update
সোনিয়া গান্ধীর সমর্থনকে গুজব বলে ওড়ালেন মল্লিকার্জুন খাড়গে


নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে কর্মশই জল্পনা বৃদ্ধি পাচ্ছে। সভাপতি পদের জন্য মল্লিকার্জুন খাড়গকে সোনিয়া গান্ধীর সমর্থনের বিষয় নিয়ে বর্তমানে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টিকেই গুজব বলে ওড়ালেন প্রার্থী মল্লিকার্জুন খাড়গে। 


তিনি বলেন, "সোনিয়া গান্ধী সভাপতি পদের জন্য আমার নাম প্রস্তাব করেছেন এই বিষয়টি সম্পূর্ণ গুজব। আমি কখনও এটি বলিনি। সোনিয়া গান্ধী স্পষ্টভাবে বলেছেন, গান্ধী পরিবারের কেউ নির্বাচনে অংশ নেবেন না বা কোনও প্রার্থীকে সমর্থন করবেন না"।