/anm-bengali/media/post_banners/HiHSiXOM78Q7wHtWuXpL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ। ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ ফুটবল ক্লাব গোয়া। তার আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল সমর্থকদের আশা যোগালেন ইভান গঞ্জালেজ। ইনি এবারের দলের অন্যতম অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে ইভান বলেছেন, "ইস্টবেঙ্গলের অসামান্য ইতিহাস রয়েছে, আমাদের সেটা সম্মান করার উচিৎ। আশা করবো এফসি গোয়ার বিরুদ্ধে আমরা জিততে পারবো। এটুকু বলতে পারি আপনারা মাঠে আসুন, আমাদের সমর্থন করুন। কথা দিচ্ছি সমর্থকদের গর্বিত করার জন্য আমরা কঠিন পরিশ্রম করছি।"
"𝙀𝙖𝙨𝙩 𝘽𝙚𝙣𝙜𝙖𝙡 𝙝𝙖𝙨 𝙖 𝙧𝙞𝙘𝙝 𝙝𝙞𝙨𝙩𝙤𝙧𝙮 𝙖𝙣𝙙 𝙬𝙚 𝙣𝙚𝙚𝙙 𝙩𝙤 𝙧𝙚𝙨𝙥𝙚𝙘𝙩 𝙩𝙝𝙖𝙩."
Captain @IvanGGonzalezz has a message for all our great fans ahead of #EBFCFCG! ❤️💛#JoyEastBengal#HeroISL#IndianFootball#আমাগোমশালpic.twitter.com/sCI0hug1VM— East Bengal FC (@eastbengal_fc) October 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us