১.৬৩ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার এয়ারপোর্টে

author-image
Harmeet
New Update
১.৬৩ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার এয়ারপোর্টে

​নিজস্ব সংবাদদাতাঃ মুম্বাই বিমানবন্দর কাস্টমস গতকাল স্পাইসজেট ফ্লাইট SG-14 দ্বারা দুবাই থেকে আসা প্যাক্স থেকে দুটি ক্ষেত্রে ১.৬৩ কোটি টাকা মূল্যের ৩.০৭ কেজি সোনা আটক করেছে ৷ মোমের আকারে সোনার ধুলো প্যাক্স দ্বারা আন্ডারগার্মেন্টে লুকিয়ে রাখা হয়েছিল। ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।