New Update
/anm-bengali/media/post_banners/tXKs0LtVVt9r7SyV8oxt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সারগি এক ধরনের প্লেট, যার মধ্যে খাওয়ার মতো কিছু জিনিস থাকে। সারগির প্লেটে খাবার ছাড়াও রয়েছে ১৬টি মেইকআপ আইটেম, ড্রাই ফ্রুটস, মিষ্টি ইত্যাদি।
​
সারা দিন ধরে নির্জলা উপবাস পালন করা হয় কেবলমাত্র সারগিতে রাখা খাবার খেয়ে। তারপর রাতে চাঁদের পুজো করার পরেই উপবাস পার হয়ে যায়। করবা চৌথের সারগি শাশুড়ি তাঁর পুত্রবধূকে দেন। তবে শাশুড়ি না থাকলে জেঠানি বা বোনও সারগি দিতে পারেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us