New Update
/anm-bengali/media/post_banners/NlNoJ88xoFaQQYmydwz1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ শুরু হওয়ার আগে চলছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের সিরিজ। একদিনের ম্যাচে আজ ফের মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমে ব্যাট করতে গিয়ে ব্যাটিং ধসের মুখে পড়েছে সাউথ আফ্রিকা। ২০ ওভার হওয়ার আগেই হারিয়েছে ৪ উইকেট। একে একে সাজঘরে ফিরে গিয়েছেন কুইন্টন ডি কক, মালান, হেন্ড্রিকস, এইদিন মার্কারাম। ক্রিজে টিকে রয়েছেম ক্লাসেন এবং ডেভিড মিলার। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।
O. U. T! 👆
Wicket No. 2⃣ for @mdsirajofficial as he gets Reeza Hendricks out. 🙌 🙌
Follow the match 👉 https://t.co/XyFdjVrL7K#TeamIndia | #INDvSApic.twitter.com/aST82eM81z— BCCI (@BCCI) October 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us