নিউজিল্যান্ডে ৫০০ পাইলট তিমির মৃত্যু

author-image
Harmeet
New Update
নিউজিল্যান্ডে ৫০০ পাইলট তিমির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপপুঞ্জে প্রায় ৫০০টি পাইলট তিমি গণ-স্ট্র্যান্ডিংয়ে মারা গেছে, সরকার মঙ্গলবার সেই এলাকার হাঙ্গর-ভরা জলে উদ্ধার প্রচেষ্টা রদ করার পরে একথা জানিয়েছে।শুক্রবার, চ্যাথাম দ্বীপে ২৫০ টি সমুদ্র সৈকতযুক্ত পাইলট তিমি পাওয়া গেছে,





এবং তারপরে তিন দিন পরে পিট দ্বীপে আরও ২৪০ টি রিপোর্ট করা হয়েছে বলে সরকার জানিয়েছে।নিউজিল্যান্ডের মূল ভূখন্ড থেকে অনেক দূরে অবস্থানগুলো উদ্ধার অভিযানকে অসম্ভব করে তুলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।