New Update
/anm-bengali/media/post_banners/HarTJEsPmM7DvHoamFOG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ভারতের সামনে বড় পরীক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপে রয়েছে টিম ইন্ডিয়ার ম্যাচ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশের অনুর্ধ্ব ১৭ মেয়েদের দল। ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের এই ম্যাচে নামার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি ব্যস্ত টিম ইন্ডিয়া। তবে বড় ম্যাচে নামার আগে খোশ মেজাজেই রয়েছে ভারতের অনুর্ধ্ব ১৭ মহিলা ব্রিগেড।
Matchday mood 😎😎#INDUSA ⚔️ #U17WWC 🏆 #BackTheBlue 💙 #ShePower 👧 #IndianFootball ⚽️ pic.twitter.com/Rh23FrSfEc
— Indian Football Team (@IndianFootball) October 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us