New Update
/anm-bengali/media/post_banners/kNgLtGkMsLqj5CLeQJNY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে খেলা। স্বভাবতই দর্শক প্রত্যাশা থাকবে বেশি। ইতিমধ্যে জানা গিয়েছে যে টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। ম্যাচে নামার আগে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল। অনুশীলনের কিছু মুহূর্ত ইতিমধ্যে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কেমন হতে পারে সে ব্যাপারে কৌতুহল রয়েছে লাল হলুদ সমর্থকদের মধ্যে।
জয় ইস্টবেঙ্গল গর্জন করতে তৈরী আমাগো পোলারা। আপনি কি তৈরী? 🔥#JoyEastBengal#EBFCFCG#IndianFootball#আমাগোমশালpic.twitter.com/xItohrrYsv
— East Bengal FC (@eastbengal_fc) October 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us