New Update
/anm-bengali/media/post_banners/hp59mJ6hgmR1fBW1XCta.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইতিহাসকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে যুবভারতীতে খেলা প্রথম ম্যাচের কথা। পোস্টে লেখা রয়েছে, "যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা সর্বপ্রথম খেলেছিলাম ১৯৮৪ সালের ২৮শে সেপ্টেম্বর, মোহনবাগানের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে। কার্তিক শেঠের গোলের সৌজন্যে আমরা সেই ম্যাচ ১-০ জিতে নিজেদের ১৮তম শিল্ড খেতাব ঘরে তুলেছিলাম।"
যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা সর্বপ্রথম খেলেছিলাম ১৯৮৪ সালের ২৮শে সেপ্টেম্বর, মোহনবাগানের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে। কার্তিক শেঠের গোলের সৌজন্যে আমরা সেই ম্যাচ ১-০ জিতে নিজেদের ১৮তম শিল্ড খেতাব ঘরে তুলেছিলাম।#JoyEastBengalpic.twitter.com/XDbAboYzCA
— East Bengal FC (@eastbengal_fc) October 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us