পাল্টা বিবৃতি দিলেন সৃঞ্জয় বসু

author-image
Harmeet
New Update
পাল্টা বিবৃতি দিলেন সৃঞ্জয় বসু

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে হেরে দল। চেন্নায়িনের বিরুদ্ধে ২-১ গোলে হেরেছে এটিকে মোহন বাগান। তবে ম্যাচ সংক্রান্ত আলোচনার থেকেও ময়দানে এখন চর্চার বিষয় মোহনবাগানের ভিতরকার দ্বন্দ্ব। "এটিকের সঙ্গে যখন ক্লাবের চুক্তি হয়, তখন সচিব ছিলেন না দেবাশিস", জানানো হয়েছে ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে। এরপর সৃঞ্জয় বসু পাল্টা বলেছেন, "ক্লাবের প্রেস বিবৃতিতে যা লেখা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। বলা হয়েছে, এটিকের সঙ্গে সংযুক্তিকরণের সময় সচিব ছিলেন না দেবাশিস দত্ত। আগের কার্যকরী কমিটিতে পাস হওয়া সিদ্ধান্ত তিনি ফলো করছেন। ক্লাব প্রেস রিলিজে ভুল তথ্য পরিবেশেন করছে।"