New Update
/anm-bengali/media/post_banners/SuN5XixJzTQ5FFuKsPuJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপনারও কি হিমাচল প্রদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে? সেখানকার আবহাওয়া জানেন? রাজ্যের লাহুল-স্পিতি জেলার উঁচু এলাকায় আজ সকালে নতুন করে তুষারপাত হয়েছে। শুধু তাই নয়, হিমাচল প্রদেশের কুলু জেলার রোহতাং পাসে নতুন করে তুষারপাত হয়েছে। এদিকে ডিএসপি মানালি তুষারপাতের কারণে পর্যটকদের রোহতাং পাস পরিদর্শন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us