EPL : দেখে নিন নতুন সপ্তাহের শুরুতে পয়েন্ট টেবলের হালহকিকত

author-image
Harmeet
New Update
EPL : দেখে নিন নতুন সপ্তাহের শুরুতে পয়েন্ট টেবলের হালহকিকত

নিজস্ব সংবাদদাতাঃ কেটে গিয়েছে আরও একটা সপ্তাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু দলের খেলা হয়ে গিয়েছে নয়টি করে ম্যাচ। কিছু দল আটটি করে ম্যাচ খেলেছে। আপাতত পয়েন্ট টেবলির সবার ওপরে অবস্থান করছে আর্সেনাল। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারাই এখন টেবিল টপার। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমসংখ্যক ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট ২৩। এই দুই দলের পর যথাক্রমে রয়েছে টটেনহ্যাম (২০), চেলসি (১৬), ম্যানচেস্টার ইউনাইটেড (১৫)।