New Update
/anm-bengali/media/post_banners/Xu3xhJ4LVaMFYpjVRZZU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচে এসেছে জয়। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের আওতায় রয়েছে নট্টিংহ্যাম ফরেস্ট। ক্রম তালিকার উনিশ নম্বরে রয়েছে তারা। শেষ চার ম্যাচে হেরে গিয়েছিল ফরেস্ট। এমন পরিস্থিতিতে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচে নেমেছিল তারা। ড্র হয়েছে ম্যাচ। মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে নট্টিংহ্যাম ফরেস্ট। ৯ ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট ৫।
How the bottom of the #PL table shapes up following a draw at The City Ground ↕️ pic.twitter.com/dPI47zumh6
— Premier League USA (@PLinUSA) October 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us