নিজস্ব সংবাদদাতা: আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই উত্তরের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আর তার মধ্যেই এবার তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল অতিরিক্ত জল। মূলত তিস্তার অংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিম ও ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তরের একাধিক নদীতে জলবৃদ্ধি হতে পারে বলে জানা গিয়েছে।