​নিজস্ব সংবাদদাতাঃ গোটা ভারতে ধুমধাম করে উদযাপন করা হয় দিওয়ালি। আর এই উৎসব আসতে আর মাত্র কয়েকটা দিনই পড়ে আছে হাতে। প্রস্তুতিও এই মুহূর্তে তুঙ্গে। আর বেসনের লাড্ডু ছাড়া এই উৎসব তো একেবারেই অসম্পূর্ণ। এই উৎসবে বেসনের লাড্ডু খুবই জনপ্রিয় একটি মিষ্টান্ন। বেসন, ঘি, কাজু, পেস্তা দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যায় এই মিষ্টিটি।