​নিজস্ব সংবাদদাতাঃ আর হাতে মাত্র কয়েকটা দিন পড়ে রয়েছে। তারপরেই আসতে চলেছে দিওয়ালি। প্রস্তুতি তুঙ্গে। আর ভালো খাওয়া দাওয়া ছাড়া এই উৎসব তো একেবারেই অসম্পূর্ণ। এই উৎসবে কেশর পেস্তা ফিরনি খুবই জনপ্রিয় একটি মিষ্টান্ন। ভারী খাবারের শেষ পাতে এক বাটি ঠাণ্ডা এবং সুস্বাদু ফিরনি মন জিতে নিতে পারবে যে কোনও মানুষের। বাড়িতে তৈরি করে ডিনার পার্টিতে পরিবেশন করার জন্য এটি একটি সহজ এবং অত্যন্ত সুস্বাদু রেসিপি।