পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানালেন জেপি নাড্ডা

author-image
Harmeet
New Update
পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানালেন জেপি নাড্ডা


নিজস্ব সংবাদদাতা: প্রবীণ রাজনীতি মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি মুলায়ম সিং যাদবের পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

मुलायम सिंह यादव का ताजा हेल्थ बुलेटिन जारी, हालत अब भी नाजुक, ब्रजेश पाठक  पहुंचे अस्पताल - mulayam singh yadav health bulletin by medanta hospital  gurugram ntc - AajTak

তিনি বলেন, "প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব আর আমাদের মাঝে নেই। তিনি সর্বদা জনগণের জন্য কাজ করতেন এবং জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আমি তার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই"।