দল জিতলেও ক্ষোভ কমছে না ম্যানচেস্টার সমর্থকদের

author-image
Harmeet
New Update
দল জিতলেও ক্ষোভ কমছে না ম্যানচেস্টার সমর্থকদের

নিজস্ব সংবাদদাতাঃ এভারটনের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ম্যানেস্টার ইউনাইটেড। এই ম্যাচেই কেরিয়ারের ৭০০তম গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ড। এভারটন ম্যাচে ইউনাইটেড সমর্থকদের খুশি হওয়ার একাধিক কারণ থাকলেও একটি কারণে সমর্থকদের একাংশ ক্ষুব্ধ। কারণ বাতিল করা হয়েছে মার্কোস রাশফোর্ডের গোল। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন রেফারি। তারপরেও বাতিল করা হয়েছিল রাশফোর্ডের গোল।