রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:কিয়েভ, ইউক্রেনের অন্যান্য শহরগুলি একাধিক রকেট হামলার শিকার

author-image
Harmeet
New Update
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:কিয়েভ, ইউক্রেনের অন্যান্য শহরগুলি একাধিক রকেট হামলার শিকার

নিজস্ব প্রতিনিধি-ইউক্রেনের রাজধানী কিয়েভ সোমবার সকালে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে, শহরের মেয়রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে।যার ফলে কিয়েভের বেশ কিছু এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।





Lviv, Zhytomyr, Khmelnytsky, Dnipro এবং Ternopil শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।সারা দেশের শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ এবং বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছেন।