New Update
/anm-bengali/media/post_banners/LQEowpMWRGORqBEimqe1.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার প্রয়াত হয়েছেন প্রবীণ নেতা মুলায়ম সিং যাদব। এবার তার মৃত্যুতে শোক প্রকাশ করে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকে চিঠি লিখলেন প্রাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং।
তিনি লেখেন, "মুলায়ম সিং যাদব একজন উচ্চ মর্যাদার নেতা ছিলেন যাকে সবাই সম্মান করতেন। ঈশ্বর আপনাদের সকলকে সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন"।