​নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ সোমবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুলায়ম সিং যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাষ্ট্রপতি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও শোকবার্তা দিয়েছেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন,' 'নেতাজি' ছিলেন সবার প্রিয়। তিনি উত্তরপ্রদেশ ও সেখানকার মানুষের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মানুষের জন্য তাঁর অবদানগুলি আগামী বহু বছর ধরে স্মরণ করা হবে।'