​নিজস্ব সংবাদদাতাঃ সোমবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের টেংপো গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এরপর সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে আরও এক সন্ত্রাসী নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। রবিবার রাতে এনকাউন্টার শুরু হয় এবং এখনও চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে বলে জানা গিয়েছে কর্তৃপক্ষ সূত্র মারফত।